নিজস্ব প্রতিবেদক।। সমাজে বর্তমানে মানুষের সম্পর্কের বন্ধন নেই বললেই চলে। এখন পরিবার থেকে সন্তানদের নিয়ে একসাথে খাবার খাওয়া ও খাওয়ার সময় গল্প করা বিষয়-টাও নেই বললেই চলে। বর্তমান সময় পিতা-মাতা ও সন্তান এদের জগৎ পুরোটাই মোবাইলের মধ্যে আটকে গেছে। এতে করে পারিবারিক ভাবে যে শিক্ষা সেই সঠিক শিক্ষা-টা এখন সন্তানরা আর পাচ্ছে না। যার কারণে তারা বিভিন্ন অ-সামাজিক কাজে বেশি লিপ্ত হচ্ছে।
অতীতে শিশুরা ব্যস্ত সময় পার করতো খেলাধুলা নিয়ে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। এখন মাঠ ও খেলাধুলা বিষয়-টা মোবাইলের মাধ্যমে আটকে গেছে। এতে করে শিশুদের বিকাশে বাধা সৃষ্টি হচ্ছে,এছাড়া বেশির-ভাগ শিশুরা বিভিন্ন ধরনের চুরি,কিশোরগ্যাং সৃষ্টিসহ অপরাধ মূলক কাজে জড়িয়ে পড়ছে তারা।
এছাড়াও এখন মানুষের মাঝ থেকে সামাজিক মূল্যবোধ কমে যাচ্ছে। তৈরী হচ্ছে পারিবারিক কলহ। সৃষ্টি হচ্ছে মানুষিক বিকৃতি।
উক্ত বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়মুল হুদার কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,আমরা কি রেখে যাচ্ছি আগামির জন্য। এবং আমাদের সন্তানরা কি শিখবে।
এছাড়া তিনি আরও বলেন,বর্তমান পরকীয়া প্রেম ও অবৈধ সম্পর্কে আটকে যাচ্ছে অনেকেই। এতে করে পারিবারিক কলহ বাড়ছে,বাড়ছে মারপিট,খুন ও তালাকের মতো ঘটনা ঘটছে অহরহ। অবৈধ সম্পর্কের জেরে অনেক সন্তান দেখছে না আলোর মুখ। বৃদ্ধ পিতা-মাতা-কে দিচ্ছে না ভাত-কাপড় অনেক সন্তান। তাই আমি অনুরোধ করছি সমাজের সর্বস্তরের মানুষের কাছে আপনারা এখনো সচেতন হোন। আমরা যদি এখনো সন্তানদের মাঝে সামাজিক অবক্ষয় পারিবারিক মূল্যবোধ ও মানসিক স্বাস্থ্য বিষয় সচেতন না করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের জন্য খারাপ কিছু বয়ে আনবে।
এবিডি/জাহাঙ্গীর