সার্থক বঙ্গ পিতা-মাতা: শফিউল আলম
সূর্য উঠে দেয় দেখা
জেগে ওঠে একটি দেশ
নিয়ে গাঢ় সবুজের মাঝে লাল রক্ত লেখা
এ আমাদের বাংলাদেশ।
উনিশ-পাঁচ-দুই সালে
মাতৃভাষা বাংলার টানে
কত দামাল নির্ভীক বঙ্গছেলে
কালগ্ৰাসে পতিত হয়েছিল জিন্নার কালে।
কত মা কেঁদেছে, শাড়ির আঁচল ভিজিয়েছে
কত আঁখি খেয়েছে ফাঁকি
মিছে প্রতিক্ষার প্রহর গুনে
ছেলে আসবে ফিরে অ, আ, ক, খ কে নিয়ে।
ছেলে আসেনি এসেছে বাংলা ভাষা
তবুও সার্থক হয়েছি, বলেছে বঙ্গমাতা ।
আরো বলেছে শোকাহত মাতা
স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে তো বলে রাষ্ট্রভাষা।
বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনা
এ বাংলার বুকে জুগিয়েছে
বাষট্টি-ছেষট্টি-ঊনসত্তর ও একাত্তরের মতো
আন্দোলনের প্রেরণা।
সকল নেতানেত্রী পেল শিক্ষা
হতে বায়ান্নর ভাষা আন্দোলন
দাবি আদায়ের জন্য প্রয়োজন
ছাত্র-শিক্ষক-কৃষক জনতার ঐক্যবদ্ধ আন্দোলন।
সার্থক ফেব্রুয়ারি, সার্থক স্বাধীনতা
তৎসঙ্গে সার্থক বঙ্গ পিতা-মাতা