নিজস্ব প্রতিবেদক।। সিংগাইর বাইমাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ আগষ্ট) রাত্র ১১টার সময় তাদের গ্রেফতার করা হয় বলে জানান এসআই (নিঃ) মোঃ সুমন মিয়া।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ ফারুক দেওয়ান (৩০) মোঃ সবুজ (২৪) উভয় গ্রাম-পারিল খোয়ামুড়ি
এস আই সুমন জানান বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,পরে বাইমাইল বাসস্ট্যান্ড টু বলধারা গামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে দেওয়ান মোঃ ওমর ফারুক এর বেকারী দোকানের সামনে থেকে আসামী দের, গ্রেফতার করি এসময় তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন,উদ্ধার করেছি যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: আবু হানিফ শেখ বলেন আমাদের এসপি স্যার মাদকদ্রব্য নিয়ে খুবই উদ্বিগ্ন যাতে আরও নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়ে স্যার সহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এবং উল্লেখিত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে আগামীকাল সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম