তানিয়া আক্তার নাটোর প্রতিনিধি।।নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৩ জন নিহত হয়েছেন।
১১ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বামিহাল-দুর্গাপুর সড়ক সংলগ্ন এলাকার দুর্গাপুর বাজারে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার বনকুড়াইল গ্রামের আব্দুস সাত্তার স্ত্রী হোসনেয়ারা (৪০), বনকুড়াইল গ্রামের আব্দুল মমিনের ছেলে মো. ইমরান হোসেন (১৪), আব্দুল মমিনের ছেলে রাব্বি হাসান।
নিহত ৩ জনের সকলেই উপজেলার সুকাশ ইউনিয়নের বনকুড়াইল গ্রামের বাসিন্দা। ইমরান ও রাব্বি আপন দুই ভাই। এ ছাড়া অপর ১ জন আহতকে শেরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১১টার পর বনকুড়াইল থেকে ইজি বাইক নিয়ে যাত্রীসহ দুর্গাপুর বাজারে প্রবেশ করতেই একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইককে পিষ্ট করে। এসময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।
সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম