নিজস্ব প্রতিবেদক:
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
গত ৮ মে অবসরে যান সিআইডি প্রধান শেখ হিমায়েত হোসেন। নতুন সিআইডি-প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম তার স্থলাভিষিক্ত হলেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
১৯৬২ সালের ৩০ অক্টোবর জন্ম নেওয়া মোহাম্মদ শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়।