আমাদেরবাংলাদেশ ডেস্ক।।অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্য ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।
অভিযুক্ত চার পুলিশ সদস্যকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে। প্রায় ৬ ঘণ্টা জবানবন্দি গ্রহণের পর বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে পুলিশের প্রিজনভ্যানে করে তাদেরকে কারাগারে নেয়া হয়।
বুধবার সকাল ১১টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ'র আদালতে হাজির করা হয় আসামিদের। পরে বিচারকের খাস কামরায় তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া শুরু হয়। ৫ ঘণ্টার বেশি সময় জবানবন্দ দেন তারা।
দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ড শেষে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে আদালতে তোলা হয় টেকনাফ থানার এএসআই লিটন মিয়া, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন, সাফানুর করিম ও কামাল হোসেনকে।
গত ৬ই সেপ্টেম্বর দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য এই চারজনকে হেফাজতে নেয় র্যাব। প্রথম দফায় সাত দিনের রিমান্ডে ছিলেন এই আসামিরা। গত ৩১শে জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম