বৃহস্পতিবার ( ২৫ নভেম্বর ) সকল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ৪টি ইউনিয়নের নির্বাচনে ২জন রির্টানিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল এর নিকট সকল প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেন।
এর মধ্যে ১নং ভদ্রঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক খাঁন, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক তালুকদার ও সিরাজ-ই-দ্দৌলা শফি। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭জন ও সাধারণ সদস্য পদে ৪৪জন।
২নং ঝাঐল ইউনিয়নে চেয়ারম্যান পদে ১জন,
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঠান্ডু। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন ও সাধারণ পদে ৪৯জন।
৩নং জামতৈল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী তাইজুল ইসলাম টুলু, তানভীর ইসলাম, আল-মামুন, বদি্জ্জামান, এবং নান্নু কামাল।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৫৫ জন। রায়দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ আকন্দ, স্বতন্ত্র প্রার্থী শরীফুল ইসলাম, গোলাম মোস্তফা, মোক্তেল হোসেন, জাহিদ হাসান তাপস এবং আব্দুর রাজ্জাক শেখ।সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪জনও সাধারণ সদস্য পদে ৪৫জন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম