সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
- প্রকাশের সয়ম :
শনিবার, ১০ এপ্রিল, ২০২১
-
৫৯
বার দেখা হয়েছে

কামারখন্দ (সিরাজগঞ্জ)সংবাদদাতা।। সিরাজগঞ্জের কামারখন্দে খোকা শেখ নামে স্থানীয় এক মাতুব্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কামারখন্দ উপজেলার স্বল্প মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খোকা শেখ ঐই গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে। স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম জানান, রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তরা খোকা শেখকে এলোপাথারি কুপিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
তাকে মুমূর্ষু অবস্থায় স্বানীয় লোকজন উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়ায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেয়ার মাঝ পথে মৃত্যুবরণ খোকা শেখ।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রাকিবুল হুদা জানান, খোকা শেখকে হত্যার ঘটনায় রাতে তার মরদেহ থানায় আনা হয়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে
Please Share This Post in Your Social Media