সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সিরাজদিখানে ইচ্ছেঘুড়ি নামে একটি নতুন এ্যাড কমিউনিকেশনের শুভ উদ্বোধন,মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামে শান্তি স্যার মার্কেটের পাশে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেযারম্যান মহিউদ্দিন আহম্মেদ,বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবির, বয়রাগাদী ইউনিয়ন চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, মুন্সীগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী,সিরাজদিখান উপজেলা যুবলীগ আহব্বায়ক মাইনূল হাসান নাহিদ,সন্তোষপাড়া গৌড় নিতাই মন্দির কমিটির সাধারন সম্পাদক শ্রী যাদব চন্দ্র ঘোষ, ডাঃ দেবব্রত ঘোষ সমীর, সিরাজদিখান উপজেলা যুবলীগ যুগ্ম-আহব্বায়ক মাসুদ লস্কার, উপজেলা যুবলীগ আহব্বায়ক কমিটির সদস্য মোঃ জাহিদ শিকদার, উপজেলা কৃষকলীগ সাদারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টু, তালুকদার বাবু,সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেস চোকদার পাপ্পু প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলা শহরের শিক্ষক,সাংবাদিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলন। উদ্বাধন শেষে প্রতিষ্ঠানের প্রোপাইটর জ্ঞানদীপ ঘোষ ও গোলাম হাবিবুর রহমান সোহাগ জানান,সিরাজদিখানের মতো একটি উপজেলায় দীর্ঘদিন থেকে ডিজিটাল প্রিন্ট,অপসেট প্রিন্ট,গ্রাফিক ডিজাইন,স্টল ডেকোরেশন,গিফট আইটেম,ইভেন্ট,আইডি কার্ড,টি-শার্ট,ব্যাগ ডিজাইন করার এ্যাড কমিউনিকেশনের সমস্যা ছিল। আমার আশা করছি এখন থেকে এই সমস্যার কিছুটা হলেও লাঘব হবে। আমার যেন ইচ্ছেঘুড়ি নামে একটি নতুন এ্যাড কমিউনিকেশনের ভালভাবে পরিচালনা করতে পারি এ জন্য সকলের দোয়া প্রার্থী। পরে এক মিলাদ ও দোয়া অনষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কৃষকলীগ সাদারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টু।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম