খেলাধুলা ডেস্ক:
সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতায় দু’দল।
সিরিজের প্রথম ওয়ানেডেতে স্বাগতিকদের ৫ উইকেটে হারায় পাকিস্তান। এক ম্যাচ পরই ছন্দ পতন সরফরাজদের। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানক ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বোলারদের দাপটেই জয় পায় প্রোটিয়ারা। তৃতীয় ওয়ানডেতেও জয়ের ধারা ধরে রাখতে চায় স্বাগতিকরা। এদিকে, দুই ম্যাচের বিশ্রাম কাটিয়ে এই ম্যাচের একাদশে ফিরবেন ডি কক ও ফাস্ট বোলার ডেল স্টেইন। তাদের অন্তর্ভুক্তি প্রেরণা যোগাবে প্রোটিয়াদের। অন্যদিকে, তৃতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। প্রথম ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস এই ম্যাচে কাজে লাগাতে চায় সরফরাজরা।