নিউজ ডেস্ক:
সিরিয়ার মানবিজ শহরে বোমা বিস্ফোরণে ৪ মার্কিন সেনা নিহত ও ৩ জন আহত হয়েছে। বুধবার বিকেলে মার্কিন নেতৃত্বাধীন একটি সেনা টহলের কাছে এ বোমা বিস্ফোরিত হয়। হামলায় ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিস্ফোরণের খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেনাদের নিয়মিত টহলের সময় তারা বিস্ফোরণের কবলে পড়ে। ইরাক ও সিরিয়ায় অভিযান চালানোর দায়িত্বে নিয়োজিত মার্কিন দপ্তর এর আগে এক বিবৃতিতে জানিয়েছিল, “বিষয়টি নিয়ে আমরা এখনো তথ্য সংগ্রহ করছি এবং পরে বিস্তারিত জানানো হবে।”
এদিকে, ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বোমা বিস্ফোরণে নিহতদের নয়জন বেসামরিক ব্যক্তি; বাকিরা সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র সদস্য। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, মানবিজ শহরের কেন্দ্রস্থলে আল-উমারা রেস্টুরেন্টের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
সম্প্রতি সিরিয়া থেকে আমেরিকা সেনা প্রত্যাহার শুরু করেছে; এর মধ্যেই মার্কিন সেনারা হামলার শিকার হলো।
সূত্র: পার্সটুডে
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম