নিজস্ব সংবাদদাতা॥ সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য সেবাদানকারী-দের ওপর দুর্বৃত্তদের নারকীয় হামলা,সরকারি গাড়িতে অগ্নিসংযোগ,এ্যাম্বুলেন্সসহ সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে কেশবপুরে চিকিৎসকরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টার সময় সিলেটের জৈন্তাপুরে নারকীয় হামলার প্রতিবাদে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে হাসপাতাল কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় উক্ত বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আলমগীর হোসেন বলেন, চিকিৎসকগণ নারকীয় হামলা,সরকারি গাড়িতে অগ্নিসংযোগ,এস্বুলেন্স,জরুরী বিভাগ সহ অন্যান্য সরকারি স্থাপনা ভাংচুর ও বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ডাক্তার মাহফুজুর রহমান,ডা: আয়শা আক্তার,ডাক্তার মিজানুর রহমান রুমি,ডা: জাহিদুর রহমান,ডা: তুহিন পারভেজ জুয়েল,ডা: দিপংকর রায়,ডা: জয়তি রায়,ডাক্তার মায়শা মালিহা,ডা: আখিরুজ্জামান,ডা: তরিকুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,সেবিকা-কর্মকর্তা- কর্মচারীগণসহ প্রমুখ।
এবিডি.কম/জাহাঙ্গীর
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম