আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সিলেটের জকিগঞ্জ উপজেলায় মাশরাফিয়া জান্নাত তাসমিয়া নামে ৭ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের কলাকুটা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আবদুল মালেকের মেয়ে।পারিবারিক সূত্র জানায়, তাসমিয়ার বাবা ভারতে ছিলেন। আর মা অসুস্থ বোনকে দেখতে গিয়েছিলেন। এসময় বাড়িতে ছিলেন শিশুটির কলেজপড়ুয়া বোন ও চাচা।
শুক্রবার সকাল ৮টার দিকে বড় বোনের সাথে নাস্তা করে তাসমিয়া। কিন্তু সকাল ১০টার দিকে ঘরের জানালার রডের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়।জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, শিশুটিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। এত ছোট একটা মেয়ে কী কারণে আত্মহত্যা করতে পারে সেটি পরিষ্কার নয়। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আমাদেরবাংলাদেশ/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম