নিউজ ডেস্ক;
সুচিকিৎসা না দেয়ার জন্যই খালেদা জিয়ার কারাগার স্থানান্তর করতে যাচ্ছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তার সুচিকিৎসার জন্য এখনই তাকে মুক্তি দেয়ার আহ্বান জানান তারা। শিগগিরই তরুণ সমাজ রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে বলেও প্রত্যাশা দলটির নেতাদের। রাজানীতে আলাদা আলোচনায় এসব কথা বলেন, বিএনপি নেতারা।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকান্ডের পর থেকে দিনটিকে শোক দিবস পালন করে আসছে বিএনপি ও বিশ দলীয় জোট। এরই ধারাবাহিকতায় রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আলোচনা সভা আয়োজন করে বিশ দলীয় জোটের শরীক কল্যাণ পার্টি। ২৫ ফেব্রুয়ারিকে সরকারিভাবে সেনা দিবস ও জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, সেদিনের হত্যাকাণ্ডের পেছনে ছিল- দেশি-বিদেশি চক্রান্ত। আলোচনার এক পর্যায়ে উঠে আসে খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গ। তাকে চিকিৎসা না দিতেই সরকার কারাগার স্থানান্তরের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
এরআগে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একই ইস্যুতে কথা বলেন, দলটির আরেক নেতা রিজভী আহমেদ। শিগগিরই খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি।
এসময় চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, ২১ ফেব্রুয়ারির কর্মসূচির সময় পিছিয়ে দিয়ে, আইন-শৃঙ্খলা বাহিনীকে সেখানে ব্যবহার করলে, ক্ষয়ক্ষতি কম হতো।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম