সুদানের রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় ৩ বছরের জন্য বেসামরিক সরকার গঠনে একমত হয়েছে দেশটির সামরিক কাউন্সিল ও বিরোধীদলীয় জোট।

এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেনারেল ইয়াসের আল-আতা। তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করবে সামরিক কাউন্সিল ও বিরোধীদলীয় জোট। সামরিক কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, সরকার পরিচালনায় বিরোধীদলীয় জোটের হাতে দুই-তৃতীয়াংশ আসনের নিয়ন্ত্রন থাকবে। গেলো এপ্রিলে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতাচুত্য করে সামরিক কাউন্সিলের মধ্যমে দুই বছরের জন্য দেশের দায়িত্বভার গ্রহণ করে দেশটির সেনাবাহিনী। তবে দেশটির জনগন বেসামরিক সরকারের জন্য আন্দোলন করে আসছিলো। তার পরিপেক্ষিতে আজ এই সিদ্ধান্ত আসল।