প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০১৯, ১২:২১ অপরাহ্ণ
সুনামগঞ্জের কৃতি ফুটবলার রঞ্জন বাবু আর নেই

তাহিরপুর সংবাদদাতা।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক, একতা সমাজ কল্যান যুব সংঘের সাঃ সম্পাদক, কৃতি ফুটবলার রঞ্জন বাবু দাস(৪৭) আজ সকাল ১১ টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।
মৃত্যুকালে তিনি ১মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, রঞ্জুন বাবু দাস দীর্ঘদিন যাবত লিভার ক্যান্সারে ভুগছিলেন।
বিশিষ্ট এ ক্রীড়া ব্যক্তিত্বের মৃত্যুতে জনপ্রতিনিধি, তাহিরপুর ক্রীড়া সংস্থা, বাদাঘাট একতা সমাজ কল্যান যুব সংঘ, আদর্শবাদী যুব সংঘ, উদয়ন স্পোর্টিং ক্লাব, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজ বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সুনামগঞ্জ/রিফাত/আমির
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম