সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত উত্তর বড়দল ইউনিয়ন কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ওই ইউনিয়ন যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের ত্যাগী ও তৃর্ণমূল নেতাকর্মীদের আয়োজনে
গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বড়দল উত্তর ইউনিয়ন কমিটি স্থগিতের দাবিতে উপজেলার জনতাবাজার এলাকায় এই কর্মসূচিটি পালন করা হয়।
পদবঞ্চিত নেতাকর্মীরা জানান,শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা যুবদলের আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক এর যৌথ স্বাক্ষরে তাহিরপুর উপজেলার সাত ইউনিয়নের যুবদলের কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি প্রকাশের পর দেখা গেছে এতে আওয়ামীলীগ সরকারের নির্যাতন,মামলা ও কারাভোগের শিকার ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অযোগ্য আর আওয়ামী সরকারের দালাল প্রকৃতির লোকজনকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করে আরো জানান, বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের কমিটিতে টাকার বিনিময়ে আওয়ামীপেশী লোকজনকে স্থান দেওয়া হয়েছে। এর জন্য দায়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি এরশাদুল আলম এরশাদ বলেন, বড়দল উত্তর ইউনিয়ন যুবদলে সদ্য ঘোষিত কমিটিতে রাজনৈতিক উদ্যেশে করা নাশকতার মামলার আসামিদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে অযোগ্যদের দিয়ে পকেট কমিটি করা হয়েছে। আমরা এই কমিটি স্থগিত করে ত্যাগিদের মাধ্যমে নতুন করে কমিটি গঠনের দাবি জানাই।
বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া মাস্টার বলেন,এক শ্রেণীর দালালদের হাতে কমিটি গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। যে কারনে এই ধরনের অযোগ্য লোকদের মাধ্যমে কমিটি করে দেওয়া হয়েছে। এতে করে দল ক্ষতিগ্রস্থ হবে। আমি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাই অবিলম্বে দলের স্বার্থে এই কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগীদের দিয়ে যেন কমিটি করে দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ্, জেলার নেতৃবৃন্দের দৃষ্টিআকর্ষণ করে বলেন, সদ্য ঘোষিত যুবদলের এই কমিটি অবিলম্বে বাতিল করে আওয়ামীলীগের নির্য়াতন ও মামলার কারাভোগকারী ত্যাগী নেতাকর্মীদের মাধ্যমে নতুন করে কমিটি গঠন করা হোক। নয় তো এ অঞ্চলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন চালিয়ে যাব।
অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম বলেন,কমিটিগুলোতে জিয়ার আদর্শের পরীক্ষিত সৈনিকরাই স্থান পেয়েছে। যারা দলের দুর্দিনে নিবেদিত কমিটিগুলোতে তাদেরকেই রাখা হয়েছে। আর যারা দলের সিদ্ধান্তর বাহিরে গিয়ে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাই প্রকৃত পক্ষে আওয়ামী সরকারের দালাল ও দলকে ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে।
সমাবেশে সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক মো. ইসলাম উদ্দিনের সঞ্চালনায় ও সহ-সভাপতি এরশাদুল আলম এরশাদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ডা. এস কে শফিকুল ইসলাম,বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের, সহ সভাপতি আলী নুর,সহ সাধারণ সম্পাদক নুর জামাল, ইউনিয়ন বিএনপির সহ সাধারন সম্পাদক এনাম তালুকদার,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আ. জব্বার।
এসময় উপস্থিত ছিলেন, বাদাঘাট ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলাম শিকদার, জেলা যুবদলের সদস্য মো. আজিজুর রহমান প্রমূখ।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম