সুনামগঞ্জ প্রতিনিধি।। মুজিব বর্ষে পুলিশ,জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সদর মডেল থানার সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুর রহমান ও এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦
নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধরী বাবুল, (ক্রাইম) মো. আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো. জয়নাল আবেদীন,সুনামগঞ্জ সদর উপজেলা বিট পুলিশিং সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা মকসুদ আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ জঙ্গী দমনে পুলিশের ভূমিকা উজ্জল দৃষ্টান্ত। এই দেশকে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে হলে দেশের প্রতিটি মানুষকে সোনার মানুষ হবার আহবান জানান।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম