প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৯:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২০, ১১:৪৫ অপরাহ্ণ
সুনামগঞ্জে করোনার লক্ষণ শ্বাসকষ্টজনিত রোগে নারীর মৃত্যু, স্বামী অসুস্থ
![]()
সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলা পৌর শহরের পূর্ব নতুন পাড়া এলাকায় করোনা লক্ষণ জনিত শ্বাসকষ্টজনিত রোগে (৫৫) বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব নতুন পাড়া এলাকার বাসিন্দা। আজ ৩০ মার্চ সোমবার সকালে অসুস্থ অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওই নারীর মৃত্যুর পর সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব নতুন পাড়া এলাকাসহ পুরো জেলার জোরে দেখা দিয়েছে উৎকণ্ঠা আর আতঙ্ক । এদিকে ওই নারীর মৃতের পর তার স্বামী অসুস্থ হওয়ায় তাকে করোনা পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়েছে। এছাড়া ওই বৃদ্ধার মৃত্যুর ও তার স্বামী অসুস্থ হওয়ার পর করোনা সংক্রমণের সম্ভাবনায় হোম কোয়ারেন্টানের মাধ্যমে তার পরিবারকে নজরদারিতে রাখা হয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ও পরিবারিক সূত্রে জানা যায়, ওই নারীর দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এবং তার গত কিছুদিন আগে হালকা জ্বর ও কাশি হয় হয়ে ছিল। এ জন্য তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছিলেন। রবিবার রাতে তিনি এবং তার স্বামী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার দিকে তার অবস্থার অবনতি হয়। ভোর সাড়ে ৫টার দিকে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষণা করেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, যিনি মারা গেছে তার পরিবারের পক্ষ থেকে আমাদের আগে কোনো কিছু জানানো হয়নি। তিনি তার বাড়িতেই মারা গেছেন। আমরা যেটুকু জেনেছি তাতে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তাকে দ্রুত দাহ করায় নমুনা সংগ্রহ করা যায়নি। তার স্বামীও অসুস্থ। তার নমুনা সংগ্রহ করা হবে। তাকে সিলেটে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম