প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২১, ১২:২৬ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে খাল থেকে এক বৃদ্ধর লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি ।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলমখালী খাল থেকে গোলাম নুর(৫৫) নানের এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল ও কাউকান্দী গ্রামের পাশে কেন্দুয়া নদী সংলগ্ন আলমখালী খালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গোলাম নুর উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, বুধবার (৩ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল ও কাউকান্দী গ্রামের পাশে কেন্দুয়া নদী সংলগ্ন আলমখালী খালে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয় জেলে ও এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত ৮টায় ঘটনাস্থলে গিয়ে এস আই নাজমুল লাশ উদ্ধার করেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মালা করে। লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম