প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০১৯, ৬:৫৭ অপরাহ্ণ
সুনামগঞ্জ সীমান্তে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক

আমির হোসেন,তাহিরপুর থেকে : সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মদ, কয়লা, গোলকাঠ, বারকী নৌকা এবং বাংলাদেশী মাছ আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। পৃতক পৃতক বিজিবির অভিযানে এসব ভারতীয় নিশিদ্ধ পণ্য আটক করলেও এর সাথে জড়িত কোন চোরাকারবারি বা মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। বিজিবি সূত্রে জানাযায়, সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির একটি টহল দল গত ২৭ অক্টোবর রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২১৩/২-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ০১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য ৭২ হাজার টাকা। অপরদিকে একই দিনে দোয়ারাবাজার উপজেলার মাঠগাঁও বিওপির একটি টহল দল রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় সীমান্ত পিলার ১২২৫/১-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের ইদ্রিসপুর নদীর পাড় নামক স্থান হতে ৫৪.৬ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৬৩ হাজার ৮০০ টাকা। এবং
তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপির একটি টহল দল একই দিনে অভিযান চালিয়ে ৯ টার সময় সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ০৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা হতে ৬০০ কেজি ভারতীয় কয়লা এবং ০১টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৫৭ হাজার ৯২০ টাকা। সুনামগঞ্জ সদর উপজেলার আশাউড়া বিওপির একটি টহল দল গত
২৭ অক্টোবর রবিবার রাত সাড়ে ৯ টার সময় সীমান্ত পিলার ১২২২/৫-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ০২নং রংগারচর ইউনিয়নের পেচাকোনা নামক স্থান হতে ২৫ কেজি বাংলাদেশী মাছ আটক করে, যার আনুমানিক মূল্য ৩ হাজার ২৫০ টাকা। এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ -২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মোঃ মাকসুদুল আলম বলেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, গোলকাঠ বনবিট কার্যালয় এবং কয়লা, কসমেটিক্স সামগ্র্রী, নৌকা, মাছ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম