প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০১৯, ৯:১৩ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয়৪ গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

কামাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৪ কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি। সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির লাউরগড় বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ১৪ অক্টোবর সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের মেইন পিলার ১২০৭ এর নিকট থেকে
আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের দক্ষিণ মোকছেদপুর নামক স্থান থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা এবং ০১টি প্লাটিনা মোটর সাইকেলসহ নরসিংদী জেলার রামপুরা উপজেলার পূর্ব হরিপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার স্ত্রী মোছাঃ জরিনা বেগম(৪৮) ও তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকশেদপুর গ্রামের আবু চান মিয়ার ছেলে রাকিব হোসেন(১৯) কে আটক করে।আটককৃত গাঁজা ও মোটর সাইকেলের আনুমানিক ১ লক্ষ ৪৯ হাজার টাকা।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মোঃ মাকসুদুল আলম বলেন। আটককৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবং সীমান্তে মাদক পাচারসহ যে কোন ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম