তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তে সুনামগঞ্জ-২৮;ব্যাটালিয়ন বিজিবির অভিযানে ভারতীয় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মোঃ আক্তার হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে লাউড়েরগড় বিজিবি সদস্যরা। আটককৃত গাঁজা ব্যবসায়ী তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মোঃ কদর আলী পুত্র।
বিজিবি সূত্রে জানাযায়, ৮ নভেম্বর শুক্রবার দুপুর ১ টার সময় জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নিজস্ব গোয়েন্দা,RIB ও BIP এর সহযোগিতা নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল অদ্য অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০৫/২-এস এর এলাকার জাংগালহাটি নামক স্থান থেকে ভারতীয় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী মোঃ আক্তার হোসেনকে আটক করে।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মোঃ মাকসুদুল আলম বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানার হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আবা/রিও
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম