সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
-
১৪৭
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।।
সুনামগঞ্জ সীমান্তে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবি সদস্যদের পৃথক পৃথক অভিযানে সাড়ে ৫ লক্ষ টাকার ভারতীয় গরু, চোরাই কয়লাসহ একটি বারকী নৌকা আটক করেছে। বিজিবি সূত্রে জানাযায়, সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বনগাঁও বিওপির টহল দল গতকাল ২ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের মেইন পিলার ১২১৬ এর এলাকার ২নং রঙ্গারছড়া ইউনিয়নের চিনাউড়া নামক স্থান থেকে চোরাই পথে নিয়ে আসা ১২টি ভারতীয় গরু আটক করে। যার মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা।
অপরদিকে একই দিনে রাত সাড়ে ১০টার সময় জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট বিওপির টহল দল অভিযান চালিয়ে সীমান্তের মেইন পিলার ১১৯৯ এর তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের কয়লারঘাট নামক স্থান থেকে ৪২০ কেজি ভারতীয় চোরাই কয়লা সহ ১টি বারকী নৌকা( স্যালোমেশিনসহ) আটক করে। যার মূল্য ৭৫ হাজার ৪৬০ টাকা। এ ব্যাপারে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মোঃ মাকসুদুল আলম বলেন, আটককৃত ভারতীয় গরু, কয়লা, স্যালোমেশিন এবং বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।
Please Share This Post in Your Social Media