ওবাইদুল ইসলাম,গাইবান্ধা।। গাইবান্ধায় নিজের শ^শুরের দারা এক পুত্রবধূ দীর্ঘ দিন ধরে ধর্ষণের শিকার হয়ে আচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামে নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গেল শবিবার রাতে শ্বশুর সোলায়মান আলীকে (৬৫) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত শ্বশুর সোলায়মান ওই গ্রামের আমিন উদ্দিনের ছেলে। ছেলে বাহিরে থাকায় তার অনুপস্থিতিতে দীর্ঘদিন থেকে দিনমজুর ছেলের পুত্রবধূকে ধর্ষণ করে আসছিল শ্বশুর। কিন্তু শ্বশুরের বিভিন্ন ভয়ভিতি ও চাপের কারণে পুত্রবধূ বিষয়টি দীর্ঘদিনেও কাউকে জানায়নি।অত্যাচারে মাত্রা দিনদিন বৃদ্ধি পাওয়ায় অবশেষে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ভুক্তভোগী পুত্রবধূ।
এ ঘটনায় পুত্রবধুর মা বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়েল করলে পুলিশ শ্বশুরকে গ্রেফতার করে।
সুন্দরগঞ্জ থানার অফিসার-ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে ওইদিন রাতেই ধর্ষক শ্বশুর সোলায়মানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ২৯ নভেম্বর রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/ আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম