আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। প্রায় দশ ঘণ্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, সুশান্তের রহস্যজনক মৃত্যুর পর সাবেক প্রেমিকা রিয়ার নাম ঘুরে ফিরে আসছে। সুশান্তের টাকা উড়ানো, মহেশ ভাটের সঙ্গে সম্পর্ক, মাদক মাফিয়ার সঙ্গে যোগাযোগসহ নানা অভিযোগের গুঞ্জন এই নায়িকাকে নিয়ে।শুক্রবার (২৮ আগস্ট) মুম্বই ডিআরডিও অফিসে গিয়ে সিবিআই তলবে উপস্থিতি হন রিয়া চক্রবর্তী।
এদিন ভাই সৌভিক চক্রবর্তীকে নিয়ে ডিআরডিও অফিসে পৌঁছন তিনি। সেখানেই এই মামলায় তার বয়ান রেকর্ড করেন নূপুর প্রসাদ। জানা গেছে, আগামী কয়েকদিন ধরে চলবে এই জিজ্ঞাসাবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এই মামলার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই।দেশটির কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, মোট ১০টি প্রশ্ন রিয়ার জন্য তৈরি করেছে সিবিআই।
বৃহস্পতিবার এই অভিনেত্রীর ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। দুই জনের বয়ান খতিয়ে দেখে তবেই পরবর্তী পদক্ষেপ নেবে সিবিআই।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম