আবা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতায় লোভে পেট্রোল বোমার রাজনীতি করেছেন। জলজ্যান্ত মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছেন। এ দেশের সুস্থ রাজনীতির জন্য তিনি বড় হুমকি। বললেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া এ দেশের জনগণের ভালো চান না। জনগণ জানে বলেই নির্বাচনে তার দল বিএনপিকে প্রত্যাখ্যান করেছিল।
তিনি বলেন, বিএনপি বলছে, উন্নয়নের কথা বলে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। যদি তাই হতো তাহলে দারিদ্র্যের হার কী করে কমলো? দেশের কোনো অর্জনই বিএনপির ভালোলাগে না। উন্নয়ন দেখলেই গা জ্বলে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম