নোয়াখালী সংবাদদাতা।। নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউপি’র মগুয়া বাজারে গতকাল গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে।
এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার রাত প্রায় ২টার দিকে মন্নানের ইলেকট্রিক দোকানে আগুনের সূত্রপাত ঘটে।এতে দোকানটি পুরোপুরি ভাবে ভস্মীভূত হয়ে যায় এবং আশপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় জাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর একটি মোটরসাইকেল পুড়ে যায়।
পরে ফায়ারসার্ভিস ও স্থানীয় দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ খবর পেয়ে সকালে ৪নং কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ,মায়া প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলা উদ্দিন আলো,সাংবাদিক এ কে এম নোমান, ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে বিকেলে এ খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেনবাগ উপজেলা আমির মাওলানা ইয়াছিনুল করিম,উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মোহাম্মদ হানিফ,সাংবাদিক জিয়া উদ্দিন,কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু শাকের এবং মগুয়া ওয়ার্ড জামায়াত নেতা মাওঃ আবদুল আজিজ সহ প্রমুখ নেতৃবৃন্দ ঘটনার স্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কে সমবেদনা জানান।