আবা ডেস্ক: ঠিকাদারের দুর্নীতি এবং ধীর গতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে সেবক কোয়াটারের কাজ সম্পন্ন না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বরিশাল নগরীর হরিজন সম্প্রদায়কে। এক বছরের মধ্যে কাজ সম্পন্নের কথা থাকলেও সেখানে তিন বছর অতিবাহিত হলেও আজো সে কাজ সম্পন্ন হয়নি। আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়।
২০০৮ সালে সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শওকত হোসেন হিরন নগরীর হরিজন সম্প্রদায়ের বসবাসের জন্য সেবক কোয়াটার নাম দিয়ে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ২০১৩ সালের আহসান হাবিব কামাল মেয়র থাকাকালীন সেবক কোয়াটার প্রকল্পের তিনটি ছয় তলা ভবনের জন্য ২৮ কোটি টাকা বরাদ্দ আসে। ২০১৬ সালের জুলাই মাসে নগরীর কাউনিয়ায় হরিজন সম্প্রদায়ের ১২০ পরিবারের বসবাসের স্থানে ২টি ছয়তলা এবং আমীর কুটির এলাকায় একটি ছয়তলা ভবন নির্মাণে ৩ জন ঠিকাদার নিয়োগ দেয়া হয়। তবে বহুতল ভবনের নির্মাণ কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় দুর্বিষহ জীবনযাপন করছে হরিজন সম্প্রদায়ের লোকেরা।
ভোগান্তি লাঘবে দ্রুত কাজ সম্পন্ন করতে মেয়রের কাছে দাবিও জানিয়েছেন তারা।
ঠিকাদারের দুর্নীতির কারণে একটি ভবনের কাজ বন্ধ রয়েছে। তবে তদন্তের পর সেবক কোয়াটারের বাসিন্দাদের ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ হবে, জানালেন মেয়র।
কোয়াটারের সঙ্গে থাকছে পূজার ঘর, কমিউনিটি সেন্টার ও স্কুল এবং পুকুর ঘাট পাকাকরণসহ চারিদিকে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এছাড়া কোয়াটারের ফ্লাট বরাদ্দ দেয়া হবে লটারীর মাধ্যমে। সেখানে থাকবে সার্বক্ষনিক পানি ও বিদ্যুতের ব্যবস্থা।