প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২০, ৬:০৭ অপরাহ্ণ
সোনারবাংলা আদর্শ ক্লাবের জিপিও-৫ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

আমিরুল ইসলাম সাহেদ।। মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ও ২নং মনুমূখ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পিএসসি ও জেএসসিজিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করে সোনার বাংলা আদর্শ ক্লাব।
মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি স্হানীয় গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে সংগঠনের সভাপতি কয়েছ আহমদেরসভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক সাম্মু চৌঃ সঞ্চালনায়-
প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ২নং মনুমূখ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হক শেফুল।
অন্যান্যের মধ্যে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদালয়ের সভাপতি আবু মিয়া চৌধরী,প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান, গোরারাইওয়েলফেয়ার এসোসিয়েশন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, ইউ/পি সদস্য মোঃ ইলিয়াছ মিয়া,খালিছুর রহমান,অত্রপ্রতিষ্ঠানর সহ: প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান।
উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক রিপন মিয়া, সহ-সভাপতি তোফায়েল আহমেদ,শাকির হোসেন,সাইফুল ইসলামউজ্জল,জায়েদ আহমেদ,সহ-সাধারণ সম্পাদক-আলামিন কবির সোহাগ,জুবায়ের আহমেদ,অপু বর্মণ, মামুনূর রশীদমাছুম,রিজন আহমেদ, সাইদুর রহমান,পবলু আহমেদ,মুকিদ আহমেদ, ইমাদ আহমেদ,ইকবাল আহমেদ, নয়ন আহমেদ, রায়হানআলী প্রমুখ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম