রাজবাড়ী সংবাদদাতা।। সোনিয়া আক্তার (২৮) নামে করোনা আক্রান্ত রোগী ঢাকা সোহরাওয়ারদি হাসপাতাল থেকে পালিয়ে আসার পর রাজবাড়ী থেকে উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ।
সদর থানা পুলিশ খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আক্রান্ত সোনিয়ার সদর থানার দাদশী ইউনিয়নের নিজ বাড়ী ঘিড়ে ফেলে। পরে ভোর ৫টার দিকে তাকে স্বাস্থ্য বিভাগ ও পুলিশের সহযোগিতায় রাজবাড়ী সদর হাঁসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়।
এর আগে গত ৪ এপ্রিল করোনা সনাক্ত হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল তাকে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে ঢাকা সোহরাওয়ারদী হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, সোনিয়া একজন করোনা সনাক্ত রোগী । সে ঢাকা সোহরাওয়ারদী হাসপাতালে চিকিতস্যাধীন ছিলো। সেখান থেকে সে পালিয়ে আসলে তার নিজ বাড়ী দাদশী এলাকা থেকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আইসোলেশন সেন্টারে ভর্তি রাখা হয়েছে।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম