নিজস্ব প্রতিবেদক।। সোহানু রহমান সোহন পরিচালিত 'অনন্ত ভালবাসা'সিনেমার মাধ্যমে রঙিন পর্দায় পা রাখেন শাকিব খান। মাসুদ রানা থেকে আজকের শাকিব খান নামও এ সোহানের দেওয়া। সেই সোহানুর রহমান সোহান আজ না ফেরার দেশে চলে গেলেন।
প্রিয় এই পরিচালকের মৃত্যুতে বাকহীন হয়ে পড়েছেন শাকিব খান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সত্যি কথা বলতে,তার সম্পর্কে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। ভাবী এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।
শাকিব খান বলেন,আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়েরই দেয়া এই তো কয়েকদিন আগেও সোহান ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ হচ্ছিল। তিনি বলছিলেন,তিনি অসুস্থ,উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আতকে উঠলাম। জানলাম,ভাবীর মৃত্যুর একদিন পরেই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন
আমাদেরবাংলাদেশ ডটকম/ শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম