আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ সোমবার জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। দেশটিতে কবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তা আজ চাঁদ দেখার ওপরই নির্ভর করছে।
এর আগে সৌদি সুপ্রিম কোর্ট রোববার এক বিবৃতিতে জানায়, দেশটিতে বসবাসরত যে কেউ এই চাঁদ দেখতে পেলে নিকটস্থ কোর্টের সঙ্গে যোগাযোগ করবেন এবং বক্তব্য রেজিস্ট্রি করে নেবেন। চাঁদ দেখা সাপেক্ষেই মুসলিম বিশ্বে বাৎসরিক ও মাসের হিসাব করা হয়।
মুসলিমদের সবচেয়ে বড় দুই ধর্মীয় উৎসবও তাই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।এদিকে চলতি বছরে করোনাভাইরাস মহামারির কারণে সীমিতাকারে হজ অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে করোনার সংক্রমণ কম রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে প্রত্যেক হাজির জন্য সাধারণ সময়ের তুলনায় চারগুণ স্থান বরাদ্দ করা হয়েছে।
অন্যদিকে সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, আজ সোমবার থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত বিনা অনুমতিতে কেউ মক্কা ও হজের কার্যক্রম হয় এমন এলাকায় প্রবেশ করতে পারবে না। এছাড়া হজের জন্য অন্যান্য যেসব নির্দেশনা দেয়া হয়েছে, তা কেউ অমান্য করলে ১৫ দিনের কারাবাস ও ১০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম