আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দা’ওয়া অ্যান্ড কাউন্সেলিং মন্ত্রী ড. আবদুল লতিফ আল শেখ দেশটির মুসল্লিদের রমজান মাসে নিজ বাড়িতে তারাবি নামাজ আদায় করতে বলেছেন। আল রিয়াদ পত্রিকা জানিয়েছে, করোনাভাইরাস মাহামারি শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজ পড়ার ওপর যে স্থগিতাদেশ রয়েছে, তা তুলে নেয়া হবে না।
ড. আবদুল লতিফ আল শেখের বরাত দিয়ে আল রিয়াদ জানিয়েছে, তারাবি নামাজের চেয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ স্থগিত করার সিদ্ধান্ত বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমরা মসজিদে বা বাসায় যেখানেই তারাবির নামাজ আদায়, আল্লাহ যেন তা কবুল করে, যা আমরা মনে করি যে জনস্বাস্থ্যের জন্য ভালো।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম