ঢাকা।। সৌদি আরবে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬৪ জন এবং মৃত্যু হয়েছে তিন জনের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৬৫১। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৮৫ জন। আর মোট মৃত্যুর সংখ্যা ৪৭ জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
সৌদি আরবে করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ১৫ মার্চ থেকে শফিংমল, সরকারি, আধাসরকারি ও বেসরকারি অফিস এবং আদালত বন্ধ রয়েছে। দেশটির বেশিরভাগ শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘণ্টার কারফিউ বলবৎ রয়েছে। পুরো দেশে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দেশটিতে অবস্থানরত হাজারো প্রবাসী ভয়-হতাশায় দিনাতিপাত করছেন।
সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম