আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাসের সংক্রমণ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অনেক আগেই ছড়িয়েছে। এবার সেই তালিকায় স্থান পেয়েছে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ সৌদি আরব। দেশটিতে প্রথমবারের মতো এক ব্যক্তিকে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসটি এখন পর্যন্ত বিশ্বের ৫৩টিরও বেশি দেশে হানা দিয়েছে।
সোমবার (২ মার্চ) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, ইরান থেকে বাহরাইন হয়ে দেশে ফিরে আসা এক নাগরিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করেছে চিকিৎসকরা।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনায় আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের কাছ থেকেও নমুনা নেওয়া হয়েছে, শিগগিরই তাদের ফলাফলগুলো প্রকাশ করা হবে।
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ তৌফিক আল-রাবিয়াহ বলেছেন যে, চীনে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের পর থেকে সৌদি কর্তৃক গৃহীত সতর্কতামূলক পদক্ষেপের প্রশংসা করে আল-রাবিয়া বলেছিলেন, আমরা সৌদি আরবে সকল আগতকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, বিশেষত এই রোগে আক্রান্ত দেশ থেকে আগত যারা। সৌদি আরবে ২৯৮ টিরও বেশি সন্দেহভাজন ব্যক্তিকে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে, এগুলি সবই নিরাপদে পাওয়া গেছে।
আরও দেখুনঃ করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১১৬
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই ভাইরাস সম্পর্কিত যে কোনও প্রশ্নের জন্য ৯৩৯ নাম্বার কল করে কেন্দ্রের সাথে যোগাযোগ করার জন্য সকল ব্যক্তিকে আহ্বান জানিয়েছে এবং কোন গুজব বিশ্বাস না করে স্বাস্থ্য মন্ত্রানলয়ের অফিসিয়াল তথ্য মেনে চলার আহব্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম