আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারের বিবাহ লগ্ন ছিল কাল। বিয়ের শুরুতে মোবাইল কেলেঙ্কারি মত অপ্রীতিকর ঘটনা ঘটলেও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বিবাহ অনুষ্ঠান। খুলনা ক্লাবে আয়োজিত বিয়ে অনুষ্ঠানে আয়েঅজিত হয়েছিল পারিবারিক মিলনমেলাও।
ঘটনার সূত্রপাত ঘটে বিয়েতে মোবাইল চুরিকে কেন্দ্র করে। খুলনা ক্লাবে আয়োজিত বিবাহ অনুষ্ঠানে ঢোকার সময় সৌম্যর বাবা কিশোরীমোহন সরকার, বরযাত্রী দীনবন্ধু মিত্রসহ মোট সাতজনের মোবাইল চুরি হয়ে যায়। এসময় হারিয়ে যাওয়া ফোন থেকে এক চোরকে ধরে তার কাছে থেকে আরও পাচঁটি ফোন উদ্ধার করা হয় । এতে খুলনা ক্লাবের লোকজন ঘটনাটিকে নিজেদের ঘাড়ে চাপিয়ে নেন এবং অপ্রীতিকর পরিস্থিতির সৃস্টি হয়।
তবে খুলনা ক্লাবের কতৃপক্ষ বিষয়টি সম্পূর্ন অস্বীকার করে জানিয়েছে চোর ধরা পড়ার পর আমরা চেয়েছিলাম তাকে আমাদের হাতে তুলে দেওয়া হোক যাতে আমরা তাকে পুলিশের নিকট হস্তক্ষেপ করতে পারি।
এদিকে পুলিশ জানিয়েছে ঘটনাতিতে আটক চোরকে থানায় রাখা হয়েছে এবং যা ঘটেছে তা সর্ম্পন অপ্রীতিকর।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম