আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা ছিল গত মে মাসে। তবে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীতে টি-২০ বিশ্বকাপ সহ আইসিসির বেশ ক'টি মেগা ইভেন্ট স্থগিত হয়ে যাওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন প্রক্রিয়াও গেছে পিছিয়ে।
দ্বিতীয় মেয়াদে আইসিসি'র চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা শশাংক মনোহরকে আগষ্ট পর্যন্ত দায়িত্ব চালিয়ে নিয়ে যাওয়ার এখতিয়ার আইসিসির বোর্ড সভায় দেয়া হলেও গত ১ জুলাই তিনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে পদত্যাগ করলে অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে সিঙ্গাপুরের ইমরান খাজাকে দেয়া হয়েছে নির্বাচন পূর্ববর্তী দায়িত্ব।
বিসিসিআই-এর সভাপতি সৌরভ গাঙ্গুলির নাম চেয়ারম্যান পদে প্রার্থীতা আসায় দফায় দফায় আইসিসি'র চেয়ারম্যান পদে নির্বাচনের তারিখ পিছিয়েছে। দক্ষিন আফ্রিকা লিজেন্ডারি অধিনায়ক গ্রায়েম স্মিথ তাকে সমর্থন করে বিবৃতিও দিয়েছিলেন। তবে বিসিসিআই অন্তবর্তীকালীন সভাপতি হিসেবে তার এবং সেক্রেটারি জয় শাহ'র মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ায় বিসিসিআই-এর আবেদনে গঠনতন্ত্র সংশোধনে ভারতের হাইকোর্ট আগামী ১৭ আগষ্ট শুনানীর তারিখ ধার্য করেছে। ফলে কুলিং পিরিয়ডে থাকা সৌরভ গাঙ্গুলির আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচনের সম্ভাবনা আর নেই।
সৌরভ যখন নির্বাচনে প্রার্থী হতে পারছেন না, তখন পরিস্থিতির মুখে আর বিলম্ব না করে সোমবার আইসিসি'র বোর্ড সভায় পরবর্তী চেয়ারম্যান নির্বাচনে প্রার্থীতা মনোনয়নের দিন ধার্য হয়েছে। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য দিয়েছেন বিসিসিআই-এর এক সিনিয়র কর্মকর্তা-'আগামীকালকের (সোমবার) সভায় এজেন্ডা শুধু একটাই। চেয়ারম্যান মনোনয়নের প্রক্রিয়া। মনোনয়নের পর সাধারনতঃ দুই সপ্তাহ সময় পাওয়া যাবে।'
আইসিসি'র চেয়ারম্যান নির্বাচনে ভোট দিতে পারবেন ১৭ জন। ১২টি পূর্ন সদস্য দেশের প্রধান,তিনটি সহযোগী সদস্য ( মালয়েশিয়া,স্কটল্যন্ড,সিঙ্গাপুর),অন্তবর্তীকালীন চেয়ারম্যান এবং ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর।আইসিসি'র সিইও মানু সাহানীর ভোটাধিকার নেই এতে।
নির্বাচিত হতে হলে দুই তৃতীয়াংশ ভোট দরকার হবে। আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচনের দৌড়ে এতোদিন ছিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক প্রধান কলিন গ্রেভস। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ শাসক সংস্থা আইসিসি'র চেয়ারম্যান পদে নির্বাচনের দৌড়ে অন্তবর্তীকালীন চেয়ারম্যান ইমরান খাজা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান ডেভ ক্যামেরন এবং দক্ষিন আফ্যিকা ক্রিকেটের ক্রিস নেনজানি আগ্রহ প্রকাশ করেছেন বলে পিটিআই জানিয়েছে।
আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম