আমাদেরবাংলাদেশ ডেস্কঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র শিহাব হোসেন। বাড়ি উপজেলার গণিপুর গ্রামে। বাবা দিন মজুরের কাজ করেন। তিন ভাই-বোনের মধ্যে সকলের ছোট শিহাব। পরিবারের বড় বোনের বিয়ে হয়েছে পার্শ্ববর্তী তিলকপুর ইউনিয়নে।
আর বড় ভাই একটি বেসরকারি কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করেন। এমন অবস্থায় অভাবের সংসারেই শিহাবের বেড়ে ওঠা।
প্রতিদিনের ন্যায় সেদিনও মা আঞ্জুয়ারা বেগম ভাত রেধে ছেলের টিফিন বক্স সেজে দিয়েছে স্কুলে নিয়ে যাবার জন্য। কিন্তু শিহাব তার মাকে বলেছে, আগামী ৩ দিনের মধ্যে স্কুলের বেতন পরিশোধ করতে হবে, যে কারণে সে আজ স্কুলে যাবে না। স্কুলের বেতন জোগাড় করতে রাজ মিস্ত্রীর কাজে যাবেন।
মায়ের বাধা সত্ত্বেও শিহাব গিয়েছিল পার্শ্ববর্তী জাফরপুর হিন্দু পাড়া গ্রামের নিখিল চন্দ্রের বাড়িতে কাজ করতে। আর সেখানে গিয়েই সেপটিক ট্যাংকের সাটারিং খোলার সময় গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো এই কিশোরকে। সেই সঙ্গে তার হেড মিস্ত্রী শাহীন, সহকারী সজল, মুকুল হোসেন, বাড়ীওয়ালার ছেলে প্রিতম ও প্রতিবেশী গণেশ চন্দ্রও মারা গেছেন।
গত বুধবার আক্কেলপুর উপজেলার জাফরপুর হিন্দুপাড়ায় সেপ্টিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্রমিকসহ ৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে স্কুলছাত্র শিহাব ছিলেন।
শনিবার দুপুরে শিহাবের বাড়িতে গিয়ে দেখা গেছে, উঠোন ভরা মানুষের ভিড়ে শিহাবের মা আঞ্জুয়ারা বেগম, বোন শাহিদা, ভাই শাহিদসহ স্বজন ও প্রতিবেশীরা আহাজারি করছেন। আর এই আহাজারিতেই উঠে আসে শিহাবের কাজে যাওয়ার উদ্দেশ্যগুলো।
এ ব্যাপারে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুল ইসলাম জানান, শিহাব খুব কষ্টের মধ্যেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। আমরা শুনেছি মাসে ২/৩ দিন বিভিন্ন কাজ করে কিছু টাকা জোগাড় করে সে।
আর লেখাপড়ার জন্য টাকা যোগার করতে গিয়ে এভাবেই যে একজন ছাত্রকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো, তা কিছুতেই যেন মেনে নেওয়া যাচ্ছে না।
স্থানীয় সোনামুখী ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম বলেন, গত বুধবার সকাল ১০ টার দিকে জাফরপুর হিন্দুপাড়া গ্রামের নিখিলের বাড়ীর সেপ্টিক ট্যাংকির সাটার খুলতে যায় শ্রমিক শিহাব।
এসময় সাটার খুলতেই শিহাব ট্যাংকির নিচে নেমে গিয়ে উঠতে না পারায় একে একে তারা শিহাবকে বাঁচাতে গিয়ে তারা সবাই আটকা পড়ে প্রচণ্ড গ্যাসে অসুস্থ হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করলেও ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়