
কালের বিবর্ণ পথের দূরত্বে নিভৃতে আকুতির সঞ্চারণ
বিমূর্ত স্বপ্নের অতৃপ্ত আর্তনাদ আলো-আঁধারে সমীরণ
উচ্ছ্বসিত আবেগ তীর্যক তরঙ্গে বিকীর্ণ এ অন্তরে তুমি
জীর্ণ স্মৃতি অতি সন্তর্পণে উঁকি দেয়, হৃদয় যেন মরুভূমি।
.
অন্ধকার রাতে ব্যথাতুর স্পর্শে নির্বাক সহস্র প্রহর
অসমাপ্ত দুঃস্বপ্নের করুণ দীর্ঘশ্বাসে বয় ক্রন্দনের নহর
অদৃশ্য প্রেমের রোষানলে ব্যথার পদতলে সেতু বন্ধন
অশ্রুর প্লাবনে প্রবঞ্চিত হিয়া তৃষিত হৃদয়ের স্পন্দন।
.
সমস্ত সত্তায় মায়াময়ী প্রেম অনু প্রান্তে সঞ্চারিত হয়
কষ্টের পরিতাপে বিন্যস্ত অন্তর্যামী স্পর্শের বাইরে নয়
গোধূলির বেলাভূমিতে হৃদয়ের তটিনী বেলা শেষে কেউ
বিরহ ব্যথায় বুভুক্ষু এ হৃদয়ে ক্ষণিকের উন্মত্ত ঢেউ।
.
রিক্তের বিষাদে বুকের স্পন্দন দুঃখ সুখের বিরহী প্রাণ
দ্বৈত সত্তার উন্মোচিত প্রেম আঁধারের বুকে উদাসী গান
হালভাঙা মাঝির বেসুরো ঐ গানে যেটুকু আছে আলো
ভগ্ন স্বপ্নের স্তূপে পলাতক প্রেম, নামে অন্ধকার কালো।
.
একাকিত্বের বিরহে ভারাক্রান্ত,অদৃশ্য বৈভবের তর্জন
ব্যকুল হৃদয় স্বপ্নে বিভোর হয়, দিগন্ত প্রসারি গর্জন
তপোবনের উদাসী ঐ ঘুমন্ত আত্মা স্বপ্নে বিলীন হবে
আকাঙ্খার খোঁজে পলাতক প্রেম অন্তঃপুরে অম্লান রবে।
.
অনুভবের নীল শীতল পদচারণায় বসন্ত এলো বুঝি
মনের গহীনে পুঞ্জীভূত যন্ত্রণায় প্রশান্তির ঘুম খুঁজি
বিমূর্ত ক্ষনে জ্বালিয়ে দীপশিখা বিস্ময়ের সুবর্ণ রেখা
গভীর আল্পনায় অভিসার যাবো,পেলে আলোর দেখা।
.
নাবিহা ফ্যাশন হাউস
ফরিদপুর, জহুরনগর, কালিগঞ্জ, সাতক্ষীরা।