জাহাঙ্গীর আলম রাজু, সাভারঃ
হাতে লাল সবুজের পতাকা আর রঙ বেরঙের ফুল, হৃদয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে মঙ্গলবার ভোর থেকে লাখো মানুষের ঢল নামে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। দেশের সূর্য্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ঢেকে যায় স্মৃতিসৌধের শহীদ বেদী।
স্মৃতিসৌধে লাখো মানুষের এর জমায়েতে ছেলো বুড়ো থেকে ঢল নেমেছে সববয়সী মানুষের। ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার ভোর ৫টা ৫৪ মিনিটে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রায় একই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিউগেলে বেজে উঠে করুন সুর। তিন বাহিনীর একটি সু-সজ্জিত দল প্রদান করে গার্ড অব অনার। তারা দাড়িয়ে কিছু সময় নিরবতা পালন করে শহীদদের আত্নার মাগফিরাত কামনা করেন। পরে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামীলীগের সভাপতি হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার আনুষ্ঠিকতা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর জনসাধারনের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধের মূল ফটক।
সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানাতে থাকেন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
সকাল দশটায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণফোরামের সভাপতি ড.কামাল হোসেন বলেন, দেশে এখন গণতন্ত্র নেই, জনগণ ভোট দিতে পারে না। জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে ঘুষ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। এর জন্য জনগণকেই সংগঠিত হয়ে সব কিছু অর্জন করতে হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার চেতনা ও আদর্শ নিয়ে আমরা মুক্তিযোদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম, তা লুন্ঠিত হয়েছে। দেশে এখন বাকশালের মতো এদকদলীয় শাসন কায়ের করা হচ্ছে। মানুষের কোনো অধিকার, নিরাপত্তা নেই, গণথন্ত্র নেই। তাই দেশের জনগণকে সাথে নিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে এখন রাতে ভোট হয়। ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার লুটসহ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। আমরা এমন বাংলাদেশের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করিনি।
এদিকে দিবসটি উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সৌধ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পোশাকধারী পুলিশ-র্যাব ছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নজরদারিতে রেখেছে গোটা সৌধ এলাকা। এ ছাড়াও সৌধ প্রাঙ্গণের বাইরে পর্যবেক্ষণ টাওয়ার থেকে সব সময় মনিটরিং করা হচ্ছে চারদিক। আর আগত দশনার্থীদের জন্য আয়োজন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে স্থান পায় ঢাকা জেলার পুলিশ সুপার পক্ষ থেকে দেশাত্নকবোধক গান, নাচ আর আবৃতি। ঢাকা আরিচা মহাসড়কে মোড়ে মোড়ে বসানো হয়েছে এলএডি’র পর্দা। যেখানে প্রদশীত হয় বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধের প্রমাণ্য চিত্র।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান জানান, সব্বোর্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও আগতদের স্বাস্থের কথা মাথায় রেখে খাবার পানি ও পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে।
যে সব সংগঠন গুলো শ্রদ্ধা নিবেদন করেন
যুবলীগ, ছাত্রলীগ, বীরশ্রেষ্ঠ পরিবারবর্গ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা জেলা পুলিশ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ^বিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাবি কর্মকর্তা সমিতি ও বিভিন্ন হল এবং সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), রাজউক, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি, জাতীয় বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, সিআরপি, সিডাব ও বিকল্প ধারা বাংলাদেশ প্রভৃতি সরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সেক্টার কমান্ডার্স ফোরাম, উপচার্য শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়, মুক্তি যুদ্ধ-৭১, কর্মসংস্থান ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার, ঢাকা বিশ^বিদ্যালয় কারিগরি কর্মচারী সমবায় সমিতি, প্রত্নতত্ত অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ঢাবি, ডক্টরস এসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, মেট্রো পলিটন ফিশারিজ পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা, বঙ্গবন্ধু গবেষনা পরিষদ, সাংবাদিক কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি,
বারডেম জেনারেল হাসপাতাল, বাংলাদেশ সেনাবাহিনী ফাউন্ডডেশন, বাংলাদেশ জাতীয় জাদুঘর, জননেএী শেখ হাছিনা পরিষদ, আলফাডাঙ্গা উপজেলা কল্যান সমিতি ঢাকা, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ পানি সস্পদ মন্ত্রণালয়, জাতীয় জনতা পাটি, বাংলাদেশ পর্যটকন করপোরেশন, বিজেএমসি কেন্দ্রিয় করপোরেশন,, বাংলাদেশ ছাএলীগ (বিসিএল), বিেেজএমসি কেন্দ্রিয় কর্মচারী সংসদ, স্বাধীনতা অফিসাস এসোশিয়ানের যুব উন্নয়ন অধিদপ্তর, বা ংলাদেশ আওয়ামীলীগ আইনলীগ, বাংলাদেশ জাতীয় মানবধিকার সমিতি, জনতা ব্যাংক, আশুলিয়া প্রেস ক্লাবসহ আরো অনেক রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম