প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৮:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২০, ৬:৪৭ অপরাহ্ণ
স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ ও সদ্য যোগদানকৃত সিভিল সার্জনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. তাউহীদ আহমেদ কল্লোল বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সচেতন সুনামগঞ্জবাসীর মানববন্ধন। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শহরের হাসনগরস্থ সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধনে সুনামগঞ্জ জেলার সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. তাউহীদ আহমেদের ২০দিনের মাথায় বদলিকে অনতিবিলম্বে তা প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান বক্তারা ।
সাংবাদিক শামস শামীমের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা আসকের সভাপতি ফজলুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, জেলা সেবকের সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিরি সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, শিক্ষক নেতা হারুনুর রশিদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান তারেক, বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাশ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ স্বজন প্রমুখ।
বক্তারা সুনামগঞ্জ স্বাস্থ্য সেক্টরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্যসেবার উন্নয়নের দাবি জানিয়ে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জন ডা. তউহিদ আহমদ কল্লোলের বদলি স্থগিতের দাবি জানান।
বদলি স্থগিত না করলে নতুন নিয়োগকৃত সিভিল সার্জনকে দায়িত্ব গ্রহণ করতে দিবেন না বলে হুশিয়ারি উচ্চারণ করেন। প্রয়োজনে দুর্নীতিবিরোধী অবস্থানকারী সিভিল সার্জনের বদলি স্থগিত না করলে সিভিল সার্জন কার্যালয়ে তালা দেওয়া হবে বলে হুমকি দেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম