স্মৃতির পাতায় হাসিনা: মফিজুল ইসলাম,পিপিএম
যতদিন রবে পদ্মার উপর
দেশের টাকার সেতু বহমান
ততদিন রবে শেখ হাসিনার
অবদান অম্লান।।
যতদিন রবে দেশের প্রানকেন্দ্রে
মেট্রো রেল চলমান
ততদিন রবে শেখ হাসিনার
স্মৃতিরপাতা বহমান।।
যতদিন রবে দেশের মাটিতে
মাদ্রাসা-মসজিদ, হাদিস-কোরআন
আমি উচ্চকন্ঠে বলবো
হাসিনা তুমি সাচ্চা মুসলমান।।
কথা দিয়ে কথা রেখেছেন
এটাই শেখ হাসিনার অবদান
স্বাধীন বাংলার স্বপ্ন দ্রষ্টা
শেখ মুজিবের সম্মান।।
উত্তর-দক্ষিণ পূর্ব-পশ্চিম
সারা বাংলার মান
যে দিকে তাকাই, স্মৃতিরপাতায়
শেখ হাসিনার অবদান।।