স্রষ্টার স্মরনে তুষ্ট আমি: মফিজুল ইসলাম,পিপিএম
জন্মেছি বাংলাদেশে বলেই
যেখানে সেখানে আযানের ধ্বনি শুনতে পাই
জন্মেছি বাংলাদেশে বলেই
যথাইচ্ছা সৃষ্টিকর্তাকে সিজিদে পাই
জন্মেছি বাংলাদেশে বলেই
প্রাণভরে আল্লাহকে ডাকতে পাই
জন্মেছি বাংলাদেশে বলেই
যেখানে সেখানে ছুটে যাই
জন্মেছি বাংলাদেশে বলেই
মা এর আঁচলে শান্তি পাই
জন্মেছি বাংলাদেশে বলেই
স্বাধীন ধর্ম চর্চা করতে পাই
জন্মেছি বাংলাদেশে বলেই
সবুজ শ্যামলের নিঃশ্বাস পাই
কৃতজ্ঞতা জানাই প্রভু
এদেশে দিয়েছো জন্ম তুমি
তোমাকে স্মরে তুষ্ট আমি
নাই চাহিদা আকাশচুম্বী।।
আমাদেরবাংলাদশ.কম/রাজু