অনলাইন ডেস্ক:
উন্নয়ন অনেক হচ্ছে, এখন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই সবচে’ বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ সভায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ দুটি কমিটি গঠন করে তদন্তের ভিত্তিতে ১৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এ প্রতিবেদনের ভিত্তিতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে রোববার রাজধানীর বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএ কার্যালয়ে বসে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভা। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ সভায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে প্রধান করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। এছাড়া সংসদে পাস হওয়া সড়ক পরিবহন নিরাপত্তা আইন বাস্তবায়নে স্বরাষ্ট্র, রেল ও আইনমন্ত্রীকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
বিশ্বের সবচে’ বেশি যানজটের শহর ঢাকা, সম্প্রতি আন্তর্জাতিক একটি সংস্থার প্রতিবেদনের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন খাটো করার জন্য ভিত্তিহীন প্রতিবেদন প্রচারের চেষ্টা করছে একটি সিন্ডিকেট।
সড়কে আগের চেয়ে শৃংখলা বেশি বাড়লেও জনভোগান্তি আছে স্বীকার করে মন্ত্রী বলেন, মেট্রোরেলসহ সব বড় প্রকল্প বাস্তবায়ন হলে শিগগির নাগরিক কষ্ট কমে যাবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম