রাজধানীর যানজট ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নেয়া বিভিন্ন উদ্যোগ নগরবাসীর জন্য তৈরি করেছে নতুন ভোগান্তি। অভিজাত এলাকা গুলশানসহ রাজধানীর চারটি পয়েন্টে মুল রাস্তা সংকুচিত করে সড়কের মাঝে তৈরি করা হচ্ছে বেশ কয়েকটি ‘ফুট আইল্যান্ড’। পথচারিদের দাবি, এতে সড়কে বেড়েছে বিশৃঙ্খলা। আর রাস্তা সংকুচিত হওয়ায় অধিকাংশ সিগন্যালেই তৈরি হচ্ছে যানজট।
এটি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলশান ১ নম্বার গোল চত্ত্বর। প্রতি ঘন্টায় কয়েক হাজার গাড়ি ও পথচারি চলাচল করে এই সড়কে। ২০১৭ সালে পথচারি চলাচলে স্বস্তি ও যানজট-দুর্ঘটনা কমাতে প্রায় ৩৭ কোটি টাকা খরচ করে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ শুরু করে সড়ক সংষ্কার কাজ। এই প্রকল্পের আওতায় গুলশান ১ ও ২ নম্বার গোল চক্করের চার রাস্তার সংযোগস্থল বেশ প্রশস্ত থাকলেও এখন সেখানে চার প্রান্তে চারটি স্তম্ভের মত উচু করে রাস্তার ওপই তৈরি করা হচ্ছে কৃত্রিম বাগান। এতে স্বছন্দে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় ক্ষুব্ধ পথচারি ও স্থানীয় ব্যবসায়ীরা।
পথচারীরা বলছেন দুর্ঘটনা কমাতে রাস্তায় জেব্রা ক্রসিংসহ নিয়ন বাতি জরুরি হলেও সেদিকে পদক্ষেপ নেই কর্তৃপক্ষের।এমনকি ডান দিকের বাড়তি লেন করা হলেও যেতে দেয়া হয় না। এতে ক্ষুব্ধ চালকরাও।
কর্তৃপক্ষ বলছে শুধু গুলশান নয়, মহাখালী, ফুলবাড়ীয়া ও পল্টনে পরীক্ষামুলকভাবে এসব সড়কে সংষ্কার করা হয়েছে। তাদের দাবি এতে ট্রাফিক সিস্টেম সক্রিয় হবে।
এই প্রকৌশলীর মতে পরীক্ষামুলক এ প্রকল্পের সুফল না মিললে অন্য সড়কে এই সংষ্কার কাজ করা হবে না। তবে, সেজন্য অপেক্ষা করতে হবে কমপক্ষে এক বছর।