আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ধামরাইয়ে সিএনজি চালিত অটোরিকশা চাপায় বিশাল রহমান বাচ্চু (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে ধামরাইয়ের জয়পুরা- ধামরাই বাজার আনঞ্চলিক সড়কের সোমভাগ বাজার স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।নিহত বাচ্চু গাইবান্ধা জেলার সাঘাটা থানার থৈগড় গ্রামের ফুল মিয়ার ছেলে। সে তার বাবা ও মায়ের সাথে ওই এলাকায় আনোয়ারের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতো বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে রাস্তায় বের হলে বাচ্চুকে ধামরাইয়ের জয়পুরাগামী একটি ব্যাটারীচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এসময় জয়পুরা থেকে ছেড়ে আসা অপর একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে আবারও চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক শংকর জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদেরাংলাদেশ/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম