আমাদেরবাংলাদেশ ডেস্ক।।চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শায়লা আকতার (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী টিপু সুলতান (৫৫)।
আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে বাশঁবাড়ীয় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেইনে এ ঘটনা ঘটে।
আহত টিপু সুলতানের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান এলাকায় তিনি স্ত্রী শায়লাকে নিয়ে নগরীর আকবরশাহ এলাকায় থাকতেন।
কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টিপু সুলতান ও তার স্ত্রী শায়লা আকতার আজ সকালে ঢাকা থেকে মোটরসাইকেলে করে চট্টগ্রামে আসছিল। সীতাকুণ্ডের বাশঁবাড়ীয়া এলাকায় আসার পর চট্টগ্রামমুখী লেইনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শায়লা আকতার নিহত হন। গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায় স্বামী টিপু সুলতান।
পরে কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত টিপু সুলতানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কুমিরা ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আহত টিপু সুলতানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসি ও নিহত শায়লা আকতারকে তার পরিবারের কাছে হস্তান্তর করি।
আমাদেরবাংলাদেশ/রিফাত