আমাদেরবাংলাদেশ ডেস্ক।। অ্যাম্বুলেন্সে মৃত নবজাতককে নিয়ে বাড়ি যাওয়ার সময় বরিশালে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ছয়জন।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উজিরপুর উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কে আটিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ওই নবজাতকের মা-বাবাসহ ৪ জন একই পরিবারের সদস্য। এছাড়া নিহত অন্য দুজন অ্যাম্বুলেন্সের চালক ও হেলপার।
পুলিশ জানায়, গত রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন শিউলি বেগম। জন্মের পর থেকে নানা জটিলতায় ভুগছিলো শিশুটি। বুধবার শিশুটির মৃত্যু হলে তাকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি ঝালকাঠির উদ্দেশ্যে রওনা হয় পরিবারের সদস্যরা। একটি লোকাল বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় কাভার্ডভ্যানের পেছনে থাকা আরেকটি বাসও তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ওই নবজাতকের মা শিউলি বেগম, বাবা আরিফ হোসাইন, চাচা কাইউম হোসেন, দাদি কোহিনূর বেগমসহ অ্যাম্বুলেন্স চালক ও সহযোগীর মৃত্যু হয়। এ ঘটনায় বাসটির কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।
আমাদেরবাংরাদেশ.কম/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম