আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যান্ত্রিক কারণে বিমানের লেজের অংশে আগুন ধরে যাওয়ায় ভারতের আসামের গুয়াহাটি থেকে কলকাতাগামী গো-এয়ারের একটি বিমান ওড়ার দশ মিনিটের মধ্যেই রানওয়েতে ফিরেছে।
এতে রক্ষা পায় গো-এয়ারের এয়ারবাস (এ-৩২০ নিও) বিমানের ১৩২ যাত্রীর প্রাণ।
অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থার (ডিজিসিএ) জানিয়েছে, যাত্রীরা ইঞ্জিনের টেইল-পাইপে (পেছনের অংশে) আগুন লক্ষ্য করেন। এরপর তারা আতঙ্কিত হয়ে অনবোর্ড কর্মীদের জানালে ফের গুয়াহাটিতে অবতরণ করে বিমান।
তিনি জানান, বিমানটিতে ১৩২ জন যাত্রী ছিল। মঙ্গলবার যাত্রা শুরু করা ওই বিমানকে নামতেই হতো। কারণ, ইঞ্জিন বিকল হয়ে লেজে আগুন লাগায় বিকট শব্দ হয় এবং বিমানটি কাঁপছিল।
গো-এয়ারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যান্ত্রিক ত্রুটির কারণে সেই বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যে গুয়াহাটি ফিরে আসে। ইঞ্জিনিয়াররা ত্রুটি ঠিক করে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।’